এসএসসি ও এইচএসসি পরিক্ষা কবে হবে

এসএসসি ও এইচএসসি পরিক্ষা কবে হবে

এসএসসি ও এইচএসসি পরিক্ষা কবে হবে

এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে 2023 সালে এপ্রিল মাসে শিক্ষা মন্ত্রি দিপুমনি মঙ্গলবালে এ ঘষনা দেন। সচিবালয়ে এক কনফারেন্সের মাধ্যমে জানান। তিনি আর জানান যে পরিক্ষা নিষ্ঠার সাথে লওয়া হবে।
এইচ, এস, সি পরিক্ষা অনুষ্ঠিত জুন মাসে 2023 সালে শিক্ষা মন্ত্রি দিপুমনি মঙ্গলবালে এ ঘষনা দেন। সচিবালয়ে এক কনফারেন্সের মাধ্যমে জানান। এসএসসি ও এইচএসসি পরিক্ষা কবে হবে এসব বক্তিতা তিনি সেই কনফারেন্সে বলেন এবং তা ঘষনা দেন।

পরিক্ষা হোলে কি নিয়ে আসতে হবে?

পরিক্ষা হলে নিয়ে আসতে পারবেন- কলম, হার্টবোড এবং মাস্ক পরিধান করে আসতে হবে।
কি নিয়ে প্রবেশ করতে পারবে না?
আপনি মোবাইল নিয়ে আসতে পারবেন না। সাইনটিফিকেট ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে পারবে না।

পরিক্ষার হোলে করনিয়ঃ

আপনাকে রুল এবং রাবার দিয়ে সুন্দর করে আপনার রোল এবং রেজিং নাম্বার দাগ দিয়ে নিয়ে নিতে পারেন। তাহলে আপনার কোন ভূল হলে রাবার দিয়ে মিশিয়ে সেটা পুনরায় ফিলাপ করতে পারবেন। ফিলাপের সময় রুল দিয়ে হালকা করে দাগ দিয়ে নিন যাহাতে সহজে মুছে ফেলা যায়। মোবাইলে নিউজ পেতে

সর্তকতা অবলম্বনঃ

আপনি যখন বাসা / বাড়ি থেকে বাহির হবেন অবশ্যই আপনার এডমিন ভাল করে চেক করবেন। এডমিট আছে কি না আপনার কলম আছে কি না। আপনার পরিক্ষার জন্য প্রয়োজনিয় সব কিছু ভাল করে চেক করবেন। এবং বাহির হাওয়ার পর দরজা থেকে বাহির হওয়ার পর আর এক বার চেক দিয়ে দিবেন।
পরিক্ষা দেওয়ার সময় ১০ মিনিট আগে পরিক্ষা হোলে প্রবেশ করবেন।
পরিক্ষা হোলে অযথা কথা বার্তা থেকে বিরত থাকুন।
পরিক্ষা হোলে পরিক্ষা দেওয়ার সময় অযথা এদিক ওদিক দেখা থেকে বিরত থাকুন।
পরিক্ষা হোলে কার লেখা দেখা এবং কার কাছে কোন কিছু শিখেয়ে লওয়া থেকে বিরত থাকুন। বুঝতে না পারলে মনদিয়ে পড়ে বুঝার চেষ্টা করুন। পাশের সার দেরকে দিয়ে বুঝিয়ে নিতে চেষ্টা করতে পারেন।
অযথা সময় নষ্ট করবেন না। যে গুলো পারেন তাড়া তাড়ি উত্তর দিয়ে দিন পরের গুলো বুঝার চেষ্টা করুন এবং লেখার চেষ্টা করুন।
লেখার সময় বেশি ঘিচিমিচি করে কাটাকাটি করবেন না।
লুস নিয়ে থাকলে সংঙ্গে সংঙ্গে পিন করে নিতে পারেন।
লেখা সুন্দর করে লিখতে পারেন সেদিকে মন দিন।

সারদের সাথে মার্জিত ভাষায় কথায় বলুন যেন আপনার সাথে কথা বলতে উসাহিত হয়।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
x
Scroll to Top
Enable Notifications OK No thanks