Jobnewse
কোম্পানির Vat ও Bin করবেন

কোম্পানির Vat ও Bin করবেন

কি ভাবে কোম্পানির Vat ও Bin করবেন 

কি কি কাগজ লাগবে?

১. আপনার যদি আগের ৯ ডিজিটের কোন ভেট থাকে তাহলে সেটি লাগবে।

২. ভোটার আইডি কার্ড

৩. ট্রেড লাইসেন্স

৪. টিন বা আয়কোরের প্রত্যায়ন পত্র

৫. ব্যাংকের স্ট্যটম্যান্ট অথবা ব্যাংক সারটিফিক্যাট

নোট: মনে রাখতে হবে যে প্রতিটি কাগজে যেন আপনার কোম্পানির নাম উল্লেখ থাকে কোন দাড়ি কোমা ভুল না থাকে। ভোটার আইডি বাদ দিয়ে । প্রতিটি কপি প্রথমে আপনি স্কেন করে আপনার কম্পিউটারের ফোলডার করে রাখুন যেন প্রয়োজন মত সব কগজ আপলোড করতে পারেন। যাহাদের ৯ ডিজিটের ভেট রয়েছে তাহারা অবশ্যই Renew করে ৯ ডিজিট দিয়ে ফরম ফিলাপ করবেন। কোম্পানির Vat ও Bin করবেন

এখান থেকে ভেট সাইনআপ করতে যাহা দোরকারঃ

১. কোম্পানির নামে একটি মেইল ওপেন করুন এবং তাহা লগিন করে রাখুন

২. আপনার মোবাইল নাম্বারটি সাথে রাখুন কারণ সাইনপ করার সময় আপনাকে আপনার মোবাইল নাম্বারে ওটিপি ৬ ডিজিটের পাঠানো হবে। ৩ মিনিটের মধ্যে কোডটি দিতে হবে। কোম্পানির Vat ও Bin করবেন

Vat

ঠিক এ রকম একটি ফরম দেখাবে সেটি সুন্দর করে ফিলাপ করতে হবে।

এ ফরম টি  ফিলাপ করার পর  Submit বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটন টি উপরে বাম দিকে কনারে থাকবে সেখান থেকে সাবমিট করবেন। সাবমিট করার পর  মোবাইলে একটি ওটিপি যাবে সেটি দিয়ে দিন সাকসেস দেখাবে। এবার কিছুক্ষন দেরি করুন আপনার মেইলে একটি লিং যাবে এবং মোবাইল নাম্বার সহ একটি টেম্পয়ারি পাসওয়াড ‍যাবে এবার লিং টিতে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। এই লিং একবার ওপেন করলে আর পরবর্তীতে ওপেন হবে না করণ এই লিং একবার ওপেন হলে পরবর্তীতে অপেন করা হয়েছে এমন একটি এসএমএস সোহ করাবে। এবার লগিন করুন মোবাইল নাম্বার ইউজার হিসাবে দিয়ে দিন। পাসওয়াডের স্থানে মেইলে টেম্পয়ারী পাসয়ার্ড টি দিয়ে দিন।

এবার ক্যাপচা পরুন করে লগিন করুন।

আবার পুনরায় পাসওয়াড চাইবে।

প্রথমে মেইলের পাসওয়াডটি দিয়ে দিন

এবার আপনার পছন্দ মত একটি পাসওয়াড দিয়ে দিন। পাসওয়াডে দেওয়ার সময় অবশ্যই  স্পেসাল কি ওয়ার্ড ব্যবহা করতে হবে। যেমন –rana1122@1 ঠিক এরকম পাসওয়ার্ড ব্যবহার করুন।

এবার লগিন করুন

ফরমে গিয়ে এড ফরম ২.১ মুসক ওপেন করুন।

কোম্পানির Vat ও Bin করবেন

বিস্তারিত ভিডিওতে দেখুন

4 thoughts on “কোম্পানির Vat ও Bin করবেন”

  1. blank
    נערות ליווי באילת

    Itís difficult to find knowledgeable people for this topic, but you sound like you know what youíre talking about! Thanks

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top
Enable Notifications    OK No thanks