ধাধার প্রশ্নের উত্তর দেখুন

ধাধার প্রশ্নের উত্তর দেখুন

ধাধার প্রশ্নের উত্তর দেখুন

Best Puzzle Answer

১। গোসলের সময় কোন জিনিসটি ছোট হয়?

উত্তরঃ সাবান

২। কোন জিনিসটি ছেলেদের দাড়িয়ে থাকে আর মেয়েদের ঝুলে থাকে?

উত্তরঃ মাথার চুল

যেমন- ছেলেদের চুল সাভাবি ভাবে ছোট হয় তাই দাড়িয়ে থাকে আর মেয়েদের চুল সাভাবিক ভাবে লম্বা হয় তাই ঝুলে থাকে

৩। এমন কোন জিনিস আছে যে ছেলেদের বাড়ে মেয়েদের বাড়ে না

উত্তরঃ মুখের দাড়ি আর গোব।

৪। কাটলে বেড়ে যাবে সব শেষে জল পাবে?

উত্তরঃ পুকুর

৫। কাজ কুরি সুড় দিয়ে নই আমি হাতি, পরের উপকার করি আমি তুবু খাই লাথি।

উত্তরঃ ঢেকি

৬। অনেক সাগর দেখলাম আমি জলে নানা রং, কোন সাগরে আছে শুধুই লাল রং।

উত্তরঃ লোহিত সাগর

৭। আম নহে জাম, নহে গাছে নাহি ধরে , সবলোকে ফল বলে গাছে নাহি ধরে

উত্তরঃ পরিক্ষার ফল।

৮। কোন দেশের ভাষা চার অক্ষরের, দ্বিতীয় অক্ষল বাদ দিলে জলে বাস করে।রে

উত্তরঃ ইংলিশ + ইলিশ

৯। আলতো করে শুয়ে দাও, যা করার তা করে নাও।

উত্তরঃ শিলপাটা

৯। এমন একটি কাপের নাম বল দেখি ভাই, যে কাপতে দুধ চিনি, পানি, কিছুই তাতে নাই?

উত্তরঃ বিশ্বকাপ

১০। একটি শহরে নাম যা খুলা নয়, না বলতে পারলে সবাই বোকা বলে।

উত্তরঃ খুলনা শহর

১১। একবার জন্মায়, আবার মরে, আবার জন্ময়, এবার দুনিয়া থেকে চলে যায়।

উত্তরঃ দাঁত

১২। আকাশ থেকে পড়লো গোটা তার ভিতরে রক্ত ফোট, যে না বলতে পারে, সে পাগলের ভক্ত বটে।

উত্তরঃ কালা জাম

১৩। তোমার বৌ দেখতে ভাল তুমি গেলে দেয়না , বড়রা গেলে দেয় ?

উত্তরঃ মাথার ঘুমটা

১৪। হাঁসিতে হাঁসিতে যায় নারী পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসিঁ।

উত্তরঃ চুড়ি

১৫। যতেই নাড়িবে ততই বাড়িবে, বাড়িবে মনের আঙ্কাখা।

উত্তরঃ বই

১৬। ছেলে মেয় এক সাথে, ঠেলা দিলে মেলা হয়,

উত্তরঃ ছাতা

১৭। এতটুকু ঘর তার ভিতরে হলুদ মাখা বর

উত্তরঃ ডিম

১৮। হো গেল হো আসল

উত্তরঃ চোখ

১৯। ডলা ডলি মলা মলি ফচ করে ঠুকে গেল তর ভাল হলি মোর ভাল হলি

উত্তরঃ চুড়ি

২০। ছোট বেলায় লম্বা, বড় হলে বেটে, বোলো আমি কে?

উত্তরঃ ,মোমবাতি

২১। নদী আছে জল নেই, জঙ্গল আছে গাছ নেই, শহর আছে ঘর নেই, বলো আমি কে?

উত্তরঃ নকশা

২২। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহষ্পতিবার, শুক্রবা, শনিবার বা রবিবার শব্দটি ব্যবহান না করে তুমি কি টানা তিন দিনের নাম বলতে পারবে?

উত্তরঃ গতকাল, আজ এবং আগামীকাল।

২৩। জিনিসটি তোমার ব্যবহার হয় সবার

উত্তরঃ নাম

২৪। হাই হাই হাই ঘর আছে দরজা নাই

উত্তরঃ কবর

২৫। এক লাথিতেই পেট ভর্তি

উত্তরঃ বস্তা

২৬। খাইলে চিকন না খাইলে মটা

উত্তরঃ মেয়েদের চুল

২৭। ইং ডিং শিং মায়ের পেটে বাচ্চার বাচ্চার পেটে ডিম

উত্তরঃ কাঠাল

২৮। ছোট একটা খপড়া তার ভিতরে চল্লিশ টা বগড়া।

উত্তরঃ দিয়া শালাই, ম্যাচ।

২৯। কাটলে বড় হয় কোন জিনিস ?

উত্তরঃ পুকুর

Enable Notifications    OK No thanks