ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র LATC নিয়োগ 2023

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র LATC নিয়োগ 2023

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র LATC নিয়োগ 2023

প্রতিষ্ঠানের নাম: ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সংক্ষিপ্ত নাম: LATC আবেদন শুরুর তারিখ: 22 জুন, 2023 আবেদনের শেষ তারিখ: 19 জুলাই, 2023

ক্রমিক নংপদের নাম ও গ্রেডপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাযে সকল যেলার প্রাথীদের আবেদন করার প্রয়োজন নাই বা আবেদন করতে পারবে না।
1
গাড়ীচালক
গ্রেড-১৬
9300-22490
একটি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সাটিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
(খ) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
১. লাইসেন্স ধরণ – গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স আবশ্যক।
২. অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার গণ অবশ্যই অগ্রধিকার দেওয়া হবে।
শরীয়তপুর, ব্রাম্মণবাড়িয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, সাতক্ষীরা ও পিরোজপুর জেলা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী গণ আবেদন করতে পারবেন।
2অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড-১৬
9300-22490
একটি(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ-মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ
(খ) কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
3ইলেকট্রিশিয়ান
গ্রেড-১৬
9300-22490
একটি(ক) কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে 03 (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বিস্তারি ইমেজে দেখুন  LATC নিয়োগ 2023 ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র LATC নিয়োগ 2023 ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র LATC নিয়োগ 2023 শর্তাবলি ১। 22/06/2023 তারিখে সাধারণ প্রাধীর বয়সসীমা 18 হতে 30 বছর এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-1 শাখার স্মারক নং 05.00.0000.170.017.20.149 প্রজ্ঞাপন অনুযায়ী আবেদনকারীর বয়স 25/03/2020 তারিখ পর্যন্ত সবোচ্চ 30 বছার থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়। ২। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির প্রাথীদের অবশ্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরির প্রার্থীদের সকল শর্ত পুরণ সাপেক্ষে আবেদনপত্র পুরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।  

অনলাইনে আবদেন করতে এই লিংকে ক্লিক করুন

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Travisinjep
17 days ago

порно анал огромным хуем https://seksfotka.top/sex/ порно смотреть домашние видео без регистрации

M/S DRUTI ENTERPRISE
17 days ago

The Best Websit Job Circuler

x
Scroll to Top
Enable Notifications OK No thanks