ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র LATC নিয়োগ 2023
প্রতিষ্ঠানের নাম: ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সংক্ষিপ্ত নাম: LATC আবেদন শুরুর তারিখ: 22 জুন, 2023 আবেদনের শেষ তারিখ: 19 জুলাই, 2023
ক্রমিক নং | পদের নাম ও গ্রেড | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | যে সকল যেলার প্রাথীদের আবেদন করার প্রয়োজন নাই বা আবেদন করতে পারবে না। |
---|---|---|---|---|
1 | গাড়ীচালক গ্রেড-১৬ 9300-22490 | একটি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সাটিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ (খ) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ১. লাইসেন্স ধরণ – গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স আবশ্যক। ২. অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার গণ অবশ্যই অগ্রধিকার দেওয়া হবে। | শরীয়তপুর, ব্রাম্মণবাড়িয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, সাতক্ষীরা ও পিরোজপুর জেলা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী গণ আবেদন করতে পারবেন। |
2 | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬ 9300-22490 | একটি | (ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ-মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ (খ) কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। | |
3 | ইলেকট্রিশিয়ান গ্রেড-১৬ 9300-22490 | একটি | (ক) কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে 03 (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। |



অনলাইনে আবদেন করতে এই লিংকে ক্লিক করুন
Post Views: 4,454
порно анал огромным хуем https://seksfotka.top/sex/ порно смотреть домашние видео без регистрации
The Best Websit Job Circuler