মেডেলিন অলব্রাইটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী
ঢাকাঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গভির ভাবে শোক প্রকাশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ও প্রথম নারী পরাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট্রের জন্য। শোক ও দুঃখ প্রকাশে পরাষ্টমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মেডেলিন অলব্রাইটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার ২৪ মার্চ এক শোকবার্তায় পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন , মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ও প্রথম নারী পরাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট্রের জন্য বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার সাথে তার পরিবারে প্রতি গভির সমবেদনা জনান বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান 1999 সালে কসোভোতে জাতিগত মুসলিম নিধন ঠেকাতে তিনি যে কাজ গুলি করেছিলেন তাহার জন্য তিনি অনেক প্রসংসনীয়। তিনি খুবেই একজন ভাল রাষ্ট্রপতি ছিলেন তা সেখান থেকেই বুঝা যায়।

তিনি কি ছিলেন
মেডেলিন অলব্রাইট ছিলেন ষ্পষ্টবাদী, কঠোর পরিশ্রমী ও একজন শিক্ষক ।
তিনি কেমন ছিলেন
তার ইতিহাস জীবন ঘাটলে পাওয়া যায় তিনি অনেক ভাল কাজ করেছেন। তিনি মানুষের কষ্টের দিকে খুবই নজরদারি করতেন।
নারী পরাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট্রের কি সমস্যা ছিল?
নারী পরাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট্রের দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
তিনি কত দিন বেচে ছিলেন এবং কিভাাবে মারা জান
যুক্ত রাষ্টের নারী পরাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট্রের মৃত্য্যু হয় ক্যান্সার রোগে তিনি বেচে ছিলেন 84 বছর 23 মার্চ বুধ বার যুক্তরাষ্ট্রের পররাষ্টমন্ত্রী মেডেলিন অলব্রাইট্রের মৃত্যু হয় বলে জানা যায়।
free dating websites
[url=”https://allaboutdatingsites.com”]ourtime dating site log in[/url]
dating women online
dating free
[url=”https://freedatinglive.com”]dating sites[/url]
singles websites