Excel Electrical Bill তৈরী সুত্র নিম্নে আলোচ না করা হলো
Electrical Bill একটি প্রতিষ্ঠানের মাসিক বিদ্যুৎ বিল বের করার জন্য নিম্ন ছক তৈরী করে উদাহরণ সহ দেওয়া হলো।
A | B | C | D | |
1. | Name of the Class: Electrical Bill Jobnewe Website Kolkata | |||
2. | ||||
3. | Name | Meter No | Unit | Amount |
4. | Hamed | M-1250 | 120 | |
5. | Sneha | M-1360 | 102 | |
6. | Rohim | M-2336 | 95 | |
7. | Karina | M-2542 | 85 | |
8. | Dablu | M-1542 | 74 | |
9. | Dayna | M-5480 | 65 | |
10. | Rayhan | M-1254 | 48 |
সূত্রঃ =if(c4>=50,c4*3.25,if(c4>=80,c4*4.10,if(c4>=100,c4*4.50,if(c4>120,c4*5.00,c4*3.00)))) এবার Enter চাপুন।
সুত্র বিশ্লেষন করা হলো* নোটঃ ১ থেকে ৫০ ইউনিট হলে প্রতি ইউনিটের বিল হবে ৩.২৫ টাকা করে । আবার যখন ৫০ থেকে ৮০ ইউনিট ব্যবহার হবে এর পর প্রতি ইউনিটের দাম হবে ৪.১০ টাকা করে আবার ৮০থেকে ১০০ ইউনিট ব্যবহার হলে প্রতি ইউনিট হবে ৪.৫০ টাকা করে আবার ১০০ থেকে ১২০ ইউনিট হয় তা হলে প্রতি ইউনিট আসবে ৫ টাকা করে ধরা হবে। ১থেকে ৫০ এর নিচে থাকলে প্রতি ইউনিট ৩ টাকা করে ধরা হবে।
শর্তঃ
১. ১২০ বা তার উপর হলে ৫ টাকা করে প্রতি ইউনিট হিসাবে ধরতে হবে। কারণ অফিসের নের্দেশনা অনুযায়ী
২. ১০০ বা তার উপরে হলে ৪.৫০ টাকা করে প্রতি ইউনিট ধরা হবে।
৩. ৮০ বা তার উপরে হলে ৪.১০টাকা করে প্রতি ইউনিট ধরা হবে।
৪. ৫০ বা তার উপরে হলে ৩.২৫ টাকা করে প্রতি ইউনিট ধরা হবে।
৫. ৫০ এর নিচে হলে প্রতি ইউনিট ৩ টাকা করে ধরা হবে।
সূত্রঃ =if(c4>=120,c4*5.00,if(c4>=100,c4*4.50,if(c4>=80,c4*4.10,if(c4>=50,c4*3.25,*3.00)))) এবার Enter চাপুন।
c4 =১২০কেন বসানো হলো:
দেখুন উপরে ইউনিট ১২০ দেওয়া আছে c4 ঘরে তাই c4 লিখা হয়েছে।
প্রতি ইউনিটের মান নির্ণয় করা হয়েছে। কত ইউনিট আসলে কত টাকা ধরতে হবে তাহা সুত্রে বলা হয়েছে। আর এই অনুযায়ী সে কাজ করবে।
এভাবে একজনের বাহির করা হয়েছে।
এখন যদি আমরা বামপাশের এমাউন্টের যায়গায় কারসার নিয়ে যাই একটি + চিহ্ন দেখাবে সেটা ধরে নিচে টান দিলে সব গুলো নামের টাকা অটোমেটিক যোগ হয়ে যাবে।