Jobnewse
Good Afternoon in Bengali ‍SMS

Good Afternoon in Bengali ‍SMS

Good Afternoon in Bengali ‍SMS

এরকম এস এম এস পেতে কেমেন্টে যানাবেন আর অনেক এস এম এস দেওয়া হবে। Good Afternoon in Bengali ‍SMS

আকাশ জুড়ে বৃষ্টি,
আর বৃষ্টি ভেজা মন,
মন চাইছে খুশি থাকুক,
আমার আপনজন,
নীল রঙ্গের আকাশ এখন,
মেঘে ঢাকা কালো,
আমি আছি দারুন বন্ধু
তুমি থেকো ভালো।
শুভ দুপুর।
*** শুভ ***

Good Afternoon
Good Afternoon in Bengali ‍SMS

সম্পর্ক
অনেকটা ছেঁড়া বইয়ের মতো,
যার পড়া শেষ,
হাফ দামে বেচে দেয়,
যে পড়তে চায়
হন্য হয়ে খুঁজে বেড়ায়
শুভ দুপুর
***শুভ***

Good Afternoon image
Good Afternoon in Bengali ‍SMS

ভালোলাগার সময় গুলো
হয়তো সবসময় ফিরে আসে না,
কিন্তু ভালো মানুষ আর,
ভালো সম্পর্কগুলো
চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে।
শুভ দুপুর
*** শুভ***

Good Afternoon Love
তুমি যদি না বোঝো
বুঝবে আমায় কে
তুমি যদি পর ভাবো
আপন ভাববে কে
তুমি যদি কষ্ট দাও
সুখ দেবে কে
তুমি যদি ভুলে যাও
মনে রাখবে কে
শুভ সকাল
***শুভ***

Good Morning
ভালোবাসা হোক
কিংবা বন্ধুত্ব
পাসওয়ার্ড একটাই
বিশ্বাস
শুভ দুপুর
***শুভ***

Good Afternoon in Bengali ‍SMS

শুভ দুপুর
চাইছি এখন অঝোর ধারায়
বৃষ্টি নামুক জোরে
প্রাণে লাগুক শীতল বাতাস,
উষ্ণতা যাক উড়ে।
ভাল বাসার শুভ দুপুর
***শুভ***

ভাল বাসার শুভ দুপুর
শূন্য থেকে শুরু
আবার শূন্যে হবে শেষ
মাঝে শুধু রয়ে যাবে,
ভালো মন্দের রেষ
আমার আমার করি সবাই
আমার বলে কিছুই নাই
কদিনের এই মায়ার খেলায়
কেউ বা হারে কেউ বা জিতে যায়।
শুভ দুপুর
***শুভ***

Good Afternoon in Bengali ‍SMS

Love for Afternoon
তুমি হলে আলু ভাজা,
আমি হলাম ডাল,
তোমার আমার ভালো বাসা,
থাকবে চিরকাল….
শুভ Day
***শুভ***

Good Afternoon in Bengali ‍SMS

Love for All Day
বন্ধু মানে,
ভালোবাসা,
বন্ধু মানে রাগ,
বন্ধু মানে কান্না
হাসির
সমান সমান
ভাগ
বন্ধু মানে মুখের
হাসি
চোখের কোণে
জল
বন্ধু মানে হঠাৎ
হঠাৎ
এস এসম এস বা
কল
শুভ দুপুর
***শুভ***

Love for Every Day
বাস্তব বড়ো কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়,
জীবন খুব কঠিন তবুও মানুষকে,
বেঁচে থাকতে হয়।
শুভ দুপুর
***শুভ***

 

Love for Every Day All Time

Good Afternoon in Bengali ‍Tom Ten SMS, শুভ দুপুরের রোমান্টিক ছবি, শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধু, Shuvo dupur Bangla SMS.

Romantic SMS For Best SMS and Good Morning SMS, Every Day Love SMS,

2 thoughts on “Good Afternoon in Bengali ‍SMS”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top
Enable Notifications    OK No thanks