Good Afternoon in Bengali SMS
এরকম এস এম এস পেতে কেমেন্টে যানাবেন আর অনেক এস এম এস দেওয়া হবে। Good Afternoon in Bengali SMS
আকাশ জুড়ে বৃষ্টি,
আর বৃষ্টি ভেজা মন,
মন চাইছে খুশি থাকুক,
আমার আপনজন,
নীল রঙ্গের আকাশ এখন,
মেঘে ঢাকা কালো,
আমি আছি দারুন বন্ধু
তুমি থেকো ভালো।
শুভ দুপুর।
*** শুভ ***

সম্পর্ক
অনেকটা ছেঁড়া বইয়ের মতো,
যার পড়া শেষ,
হাফ দামে বেচে দেয়,
যে পড়তে চায়
হন্য হয়ে খুঁজে বেড়ায়
শুভ দুপুর
***শুভ***

ভালোলাগার সময় গুলো
হয়তো সবসময় ফিরে আসে না,
কিন্তু ভালো মানুষ আর,
ভালো সম্পর্কগুলো
চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে।
শুভ দুপুর
*** শুভ***
তুমি যদি না বোঝো
বুঝবে আমায় কে
তুমি যদি পর ভাবো
আপন ভাববে কে
তুমি যদি কষ্ট দাও
সুখ দেবে কে
তুমি যদি ভুলে যাও
মনে রাখবে কে
শুভ সকাল
***শুভ***
ভালোবাসা হোক
কিংবা বন্ধুত্ব
পাসওয়ার্ড একটাই
বিশ্বাস
শুভ দুপুর
***শুভ***
Good Afternoon in Bengali SMS
চাইছি এখন অঝোর ধারায়
বৃষ্টি নামুক জোরে
প্রাণে লাগুক শীতল বাতাস,
উষ্ণতা যাক উড়ে।
ভাল বাসার শুভ দুপুর
***শুভ***
শূন্য থেকে শুরু
আবার শূন্যে হবে শেষ
মাঝে শুধু রয়ে যাবে,
ভালো মন্দের রেষ
আমার আমার করি সবাই
আমার বলে কিছুই নাই
কদিনের এই মায়ার খেলায়
কেউ বা হারে কেউ বা জিতে যায়।
শুভ দুপুর
***শুভ***
Good Afternoon in Bengali SMS
তুমি হলে আলু ভাজা,
আমি হলাম ডাল,
তোমার আমার ভালো বাসা,
থাকবে চিরকাল….
শুভ Day
***শুভ***
Good Afternoon in Bengali SMS
বন্ধু মানে,
ভালোবাসা,
বন্ধু মানে রাগ,
বন্ধু মানে কান্না
হাসির
সমান সমান
ভাগ
বন্ধু মানে মুখের
হাসি
চোখের কোণে
জল
বন্ধু মানে হঠাৎ
হঠাৎ
এস এসম এস বা
কল
শুভ দুপুর
***শুভ***
বাস্তব বড়ো কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়,
জীবন খুব কঠিন তবুও মানুষকে,
বেঁচে থাকতে হয়।
শুভ দুপুর
***শুভ***
Good Afternoon in Bengali Tom Ten SMS, শুভ দুপুরের রোমান্টিক ছবি, শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধু, Shuvo dupur Bangla SMS.
Romantic SMS For Best SMS and Good Morning SMS, Every Day Love SMS,
dating guide
[url=”https://allaboutdatingsites.com”]dating simulator[/url]
free adult personals
local singles in my area
[url=”https://freedatinglive.com”]bbw dating sites[/url]
westminster dating app the world