Jobnewse
How to HTML Code Editor Software

How to HTML Code Editor Software

How to HTML Code Editor Software- HTML Software লেখার জন্য বেশি কোন সফটয়্যার লাগে না। আমাদের  কম্পিউটারে ডিফলট হিসাবে একটি Note Pad থাকে সেটি দিয়ে আমরা কাজ শিখতে পারি। আমাদের সুবিধার্থ কোম্পানি অনেক রকম সফটয়ার তৈরী করেছে। তাহাদের মধ্যে অন্যতম সফটয়্যার হল- Notepad ++,  এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

“HTML লিখার জন্য জনকপ্রিয়  সফটয়্যার কয়েকটি দেওয়া হলো”

HTML editor Download

১. Atom : সফটয়্যার কোডিং করার জন্য খুব ভালো একটি সফটয়্যার এই সফটয়্যা র দিয়ে আপনি আপনার ওয়েব সাইটের সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। অফিসিয়াল ডাউলোড লিং


২. Sublime Text: এই সফটয্যার দিয়ে আপনারা অনেক কোডিং করতে পারবেন এই সফটয়্যারটি অনেক ভালো কোডিং লিখার জন্য সাহায্যকারী একটি প্লাগিন ও বলা যায় এই সফটয়্যারকে, অফিসিয়াল লিং


৩. Visual Studio Code: এই সফটয়্যারটিও অনেক সুন্দর ই সফটয্যার দিয়ে আপনারা অনেক কোডিং করতে পারবেন এই সফটয়্যারটি অনেক ভালো কোডিং লিখার জন্য সাহায্যকারী একটি প্লাগিন ও বলা যায় এই সফটয়্যারকে, অফিসিয়াল লিং


4. Adobe Dreamweaver CC: কোডিং লেখার  জন্য সব থেকে বেস্ট সফটয়্যার এটি Adobe dreamweaver downlod করে আপনি কোডিং ছাড়াই ডিজাইন করতে পারবেন এই সফট্যার টি এই সফটয়্যার খুবই সুন্দর আপনি ডাউনলোড করে দেখতে পারেন- অফিসিয়াল লিং


৫. Froala: এই সফটয়্যারটিও অনেক সুন্দর ই সফটয্যার দিয়ে আপনারা অনেক কোডিং করতে পারবেন এই সফটয়্যারটি অনেক ভালো কোডিং লিখার জন্য সাহায্যকারী একটি প্লাগিন ও বলা যায় এই সফটয়্যারকে, অফিসিয়াল লিং


৬. CoffeeCup: এই সফটয়্যারটিও অনেক সুন্দর ই সফটয্যার দিয়ে আপনারা অনেক কোডিং করতে পারবেন এই সফটয়্যারটি অনেক ভালো কোডিং লিখার জন্য সাহায্যকারী একটি প্লাগিন ও বলা যায় এই সফটয়্যারকে, অফিসিয়াল লিং

এই সফটয়্যারগুলো ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। আপনার সুবিধার্থে বেষ্ট কয়েকটি সফটয়্যার দিয়েছি আপনার ডাউলোড করে আপনাদের যেটি পছন্দ লাগবে সেটি দিয়ে প্রাটটিস করতে থাকেন।


কিভাবে আপনার কোডগুলি পরিক্ষা করবেন?

* প্রথমে যে কোন একটি সফটয়্যার ওপেন করে সেখানে কোড গুলো লিখেন।

* এরপর ফাইলের নাম দেন যে কোন এর এক্সটেনশন হিসাবে .html লিখুন- যেমন- Index.html ” Index এর স্থলে যে কোন নাম লিখুন। পরে যে .html আছে সেটা ঠিক সেই রকমে থাকবে।

* এরপর  Desktop বা যে কোন যায়গায় ফাইল সেভ করুন।

উদাহরণ-

<!DOCTYPE html> 
<html> 
  <head> 
    <title>Website Title</title> 
  </head> 

  <body> 
  
    <h1>My H1 Heading</h1> 
  
    <p>My 1st paragraph.</p> 
    
  </body>
</html>

 

Save কি ভাবে করবেন?

১. প্রথমে Notepad Open করুন

২. Code গুলো কপি করে Notepad এ Past করুন।

৩. এবার ‍File থেকে Save ‍as করুন

৪. Name এর স্থানে লিখুন Index.html

5. এবার ওপেন করুন যে কোন ব্রাউজারে

How to Notepad Open?

Start>All Programs>Accessories>Notpad

Windows-7, Windows-xp

অন্য সকল সার্চ করার সহজ উপায়।

Start গিয়ে লিখুন- Notepad + Click to Open

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
x
Scroll to Top
Enable Notifications OK No thanks