Jobnewse
How to html code tutorial

How to html code tutorial

How to HTML code? How to HTML code tutorial

This Html Code Is Mining “HyperText Markup Language” this Belo Exhale

HTML কথায় ব্যবহার করা হয়?

ওয়েব সাইট ডিজাইনের ক্ষেত্রে সব সময় কাজে লাগে এই কোড, এই কোড জানা না থাকলে আমাদের কোডিং করা খুবই কষ্টকর। তাই প্রথমে আমাদেরকে অবশ্যই HTML ধারণা থাকতে হবে। প্রগ্রাম বা ল্যংগুযেজ জানতে গেলে HTML এর বিকল্প নাই। আমরা যদি কোন ইমেজ কে ওয়েব সাইটে সুন্দর করে বসাতে চাই তবে এইচটিএমল এর কোন জুড়ি নাই। এইটিএমল কোন প্রগ্রামিং ল্যংগুয়েজ নয়। এটা এমন কোড যাহার পুরা অর্থ হলো- “HyperText Markup Language” এই কোডের মাধ্যমে আমরা Text, Photos, Link ইত্যাদি সুন্দর করে উপস্থাপন করতে পারি।

নিচের কোডটি কি ভাবে শো করব যে আউটপুট আমাদেরকে কি দিবে?

সে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটি ব্রাউজার, এবং একটি কোড লিখার জন্য TXT Edutir বা Note Pad ব্যবহার করতে হবে।

Note Pad এই কোড গুলো কপি করে পেষ্ট করুন।

File থেকে Seve as করুন।

এবার Name এর স্থলে নাম লিখুন যে কোন যেমন Index.html “Index এর স্থলে আপনি যে কোন নাম ব্যবহার করতে পারবেন। .html নামের শেষে এই Extinction অবশ্যই থাকতে হবে।

সেভ করা ফাইলটি ডেস্কটপে সেভ করতে পারেন আপনার সুবিধার্থে

 

 <!DOCTYPE html>
<html>
  <head>
    <title> Web Page Title</title>
  </head>

  <body>

    <h1>My First Heading</h1>

    <p>My first paragraph.</p>

  </body>
</html>

How to HTML code tutorial

HTML Document কি?

আমার HTML কোড যখন ব্যবহার করে থাকি বা ট্যাগ ব্যবহার করি তখন দেখবেন যে আমাদের ট্যাগ গুলো সহ হচ্ছে সে খানে সহ হচ্ছে ইমেজ বা কনটেন এবং বিভিন্ন ধরনের লেখা যে গুলো আমরা কনটেন্ট বলে থাকি। এই কটেন্টগুলো ব্যবহার করতে ‍গিয়ে আমদেরকে অনেক ট্যাগ ব্যবহার করতে হয়।

How to html code tutorial


HTML ইতিহাস

HTML প্রথম  আসে 1993 সালে যাহার প্রথম ভার্সন -1.0 Tim Berners-Lee প্রকাশ করে এই কোড। 1999 সালে যে ভার্সনটি আসে সেটি 4.01 এটি HTML এর আদর্শ ভার্সন হিসাবে ধরা হয়।Tim Berners-Lee

সর্ব প্রথম  HTML যে Tag  গুলো উম্মুক্ত করা হয়। দেরিতে প্রকাশ পেলে Mr. Lee সবার সাথে 1991 সালে পরিচয় করিয়ে দেন। HTML 18 টি ইলিমেন্ট ছিল। এটি সর্বপ্রথম আকর্শনিয় ডিজাইন এবং প্রাথমিক ভাবে প্রকাশ পায়।

হাইপারলিং ছিল না বাকি গুলো SGMLguid  এর মতোই ছিল। যা ছিল The European Organization for Nuclear Research এর একটি অভন্তরিন  Standard Generalized Markup Language নির্ভর ডুকুমেন্ট।

বর্তমানে 11 ট্যাট 4.01 এই ভার্সনে রয়েছে।

HTML সম্পর্কে বিস্তারিতহ যানতে Wikipedia Link এ দেখতে পারেন।

HTML সম্পর্কে English HTML PDF Download  Link

ওয়েব সাইট সম্পর্কে ধারণা নিতে নিতে এক সময় একক ভার্সন বাহির হয়েছে বা প্রকাশ পেয়েছে। যুগ এবং কালের বিবর্তনে বিভিন্ন সময় এই সব নিয়ে গবেষনা করতে করতে ভার্সন গুলো উম্মক্ত করা হয়।

বিস্তারিত ভার্ষন গুলো উম্মক্ত করেছে সে গুলো টেবিল আকারে প্রকাশ করা হল।

ভার্সন প্রকাশ কাল
এইচটিএমএল ১.০ ১৯৯৩
এইচটিএমএল ২.০ ১৯৯৫
এইচটিএমএল ৩.২ ১৯৯৭
এইচটিএমএল ৪.০১ ১৯৯৯
এক্সএইচটিএমএল ২০০০
এইচটিএমএল ৫.০ ২০১৪

কোন কোন ডিভাইস দিয়ে HTML শিখানো যায়।

যে কোন কম্পিউটার দিয়ে আপনি এই কোড গুলো শিখতে পারবেন। এই কোড সব কম্পিউটার দিয়ে শিখা সম্ভব। তাছাড়া আপনি মোবাইল, টেবলেট, টেব বিভিন্ন ডিভাইস দিয়ে শিখতে পারেন।

লিখার জন্য কি ধরনের সফটয়্যা ব্যবহার করতে হয়?

এই কোড গুলো শিখার জন্য বেশি কিছু সফটয়্যার লাগে না। কম্পিউটারে যে Note Pad আছে সেটা ব্যবহার করে আপনি সুন্দর ভাবে কোড গুলো শিখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।

আউটপুট দেখতে কি ধরনের সফটয়্যার ব্যবহার করতে হবে?

Mozila Firefox, Chrome, Microsoft Edge ইত্যাদি সফটয়্যার দ্বার আউটপুর দেখতে পারবেন।

 

2 thoughts on “How to html code tutorial”

  1. Suprb sute you hve here buut I waas wondering if youu knew of any usesr discussion forums
    tha cover thhe same toopics talked about inn tis article? I’d redally loge
    to be a part of community where I caan get suggestions froom othwr knowledgeable people thast share tthe sae interest.
    If you havve any recommendations, plase let me know.
    Cheers!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top
Enable Notifications    OK No thanks