Microsoft Word All Problem Solved | Office প্রোগামের সমস্যা সমাধান
মাইক্রসফট অফিস কিছু টুলস সম্পর্কে ধারণা
আসলামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারকাতুহ, সবাইকে আমার সালাম রইল এই পোষ্টে যানাবো মাইক্রসফটের টুলস সম্পকে।
আপনাদের সুবিধার্থে একটি ছবি দেওয়া হলো নিচে বিস্তারিত আলোচনা করা হবে

Home টুলস এর কি কাজ রয়েছে সে সম্পর্কে জানব, Microsoft Word All Problem Solved
- Align Left: আমরা কোন লেখা শুরু করলে সে টা কোন দিকে থেকে সমান থাকবে সে টা নির্ধারন করতে হবে। Align Left করা থাকলে সেটা বাম পাশ থেকে সোজা থাকবে এবং ডান পাশের লাইন গুলো এলোমেলো থাকবে। Shortcut Keyboard = Ctrl+ L
- Align Center: এর কাজ হলো মাঝখান থেকে শুরু করে মধ্যেখানে সমান করবে দুই পাশে কেমন সেদিক কোন কিছু লক্ষ থাকবে না। Shortcut Keyboard = Ctrl+ E
- Align Right: ডান পাশ থেকে সমান থাকবে বাকি দিক গুলো সমান করবে না। সময় ডান পাশথেকে লেখা শুরু করবে। Shortcut Keyboard = Ctrl+ R
- Align Justify: দুই দিক থেকেই সমান থাকবে কোন এলোমেলো হবে না। অটোমেটিক সমান হয়ে থাকবে। Shortcut Keyboard = Ctrl+ J
- Line Space: একটি লাইন থেকে আরেকটি লাইনের কত টুকু দুরুত্ব হবে সেই কাজটি করে থাকে।
- Shading: লেখাটির উপর সেট বা ভিন্ন কালার দেওয়া যেটুক লেখা সিলেট করার প্রয়োজন ঠিক ততটুকু লেখা সিলেট করে সেডিং দিলে সেটি হাই লাইট আকারে থাকবে।
- Microsoft Word All Problem Solved Border: আমর যদি টেবিল নিয়ে কাজ তখন অনেক দিকের বর্ডার তুলে দিতে হয়। কখন মাঝনে বর্ডার তুলে দিতে হয়। আবার কখন বামের বোর্ডার তুলে দিতে হয়। আমরা যেদিকের বর্ডারটি তুলেদিব সেদিকের টি সিলেট করে দিলে চলে যাবে। তখন আমরা আমাদের কাখিত বর্ডার টি পেয়ে যাব।
Microsoft Word Drawing Problem Solved
- Bullets: আমরা যখন কোন কিছু লিখা লিখি শুরু করি তখন বিভিন্ন ধরনের সিম্বল বা বিভিন্ন ধরণের চিহ্ন প্রয়োজন হয় আর চিহ্নি গুলো এখান থেকে পাওয়া যায়।
- Numbering: আমার লেখালেখির সময় অটনাম্বারের প্রয়োজন হয় একবার সিলেট করে দিলে অট নাম্বার নিতে থাকে। যেমন টেবিলের সিরিয়াল নাম্বার বা করসিনে অনেক অটনাম্বার ব্যবহার করা হয়।
- Multilevel List: আমরা যখন কোন নাম্বার ব্যবহার করি তখন অনেক সময় অনেক রকমের লিস্ট নিতে হয়।রোমান সংখ্যার ক্ষেত্রে বিশি ব্যবহার করা হয়।
- Decrease Indent: এর কাজ হচ্ছে এক টেপ বরাবর আপনার লাইনটিকে টেনে নিয়ে আসবে দিবে প্রায় ১‘ ইঞ্চি পরিমান সরে আসবে।
- Increase Indent: এটা দিয়ে আপনি ১ ইঞ্চি পরিমান সরিয়ে নিতে পারিবেন আপনার লাইনটিকে।